35 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » অবরোধের ২৭ ঘণ্টায় সাত বাসে আগুন

অবরোধের ২৭ ঘণ্টায় সাত বাসে আগুন

অবরোধের ২৭ ঘণ্টায় সাত বাসে আগুন

বিএনএ, ঢাকা: গত ২৭ ঘণ্টায় সাতটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া এ সময়ে চারটি কাভার্ডভ্যান ও দুটি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল নয়টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) পাঁচটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়।

আরও পড়ুন: আজ আদালতে হাজির হবেন ড. ইউনূস

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ছয়টায়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ