বিএনএ,ডেস্ক : হামাসের হামলার পর ইসরায়েল- ফিলিস্তিন পাল্টাপাল্টি হামলায় দুইপক্ষের নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন। ফিলিস্তিনিদের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৪ জন সেনাসদস্য রয়েছেন।
এর জের ধরে গাজা অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪১৩ জন নিহত হয়েছেন।
বিবিসি জানায়, হামলা শুরুর ৩৬ ঘণ্টা পরও এখনও পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হচ্ছে।
হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেন, তারা বেসামরিক লোকদের ওপর হামলা করছেন না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ইসরায়েলে হামাসের হামলায় বহু বেসমারিক লোক নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রতিবাদে হামাস এমন মন্তব্য করেছে।
বিএনএ/ ওজি/হাসনাহেনা