15 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

বিএনএ ঢাকা: জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুজিবুল হক চুন্নু। শনিবার (৯ অক্টোবর) গঠনতন্ত্রের অধিকারবলে মহাসচিব হিসেবে তার নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

গত ৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যান জি এম কাদেরের কাছে জাপার মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু ও রেজাউল ইসলাম ভূঁইয়া নাম প্রস্তাব করেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শেষ পর্যন্ত মুজিবুল হককে বেছে নিলেন দলের চেয়ারম্যান।

এর আগে দলটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। এবার তাকে জাপার সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থানে নিয়োগ দেয়া হলো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জানা যায়, বাবলুর মৃত্যুর পর পরবর্তী সময়ে মহাসচিব হিসেবে আলোচনায় আসে মসিউর রহমান রাঙ্গা, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম।

জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু বলেন, এখন তার কাজ হবে দলকে আরও সুসংগঠিত এবং তৃণমূল পর্যায়ে একে শক্তিশালী করা। সর্বোপরি, দলের সাংগঠনিক শক্তি বাড়ানো। আগামি নির্বাচন সামনে রেখে এসব কাজেই মনোযোগ দেবেন বলে জানান তিনি।

জাতীয় পার্টি জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে। তবে দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটেরও অংশীদার। দশম জাতীয় সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায়ও অংশ নেয়। সেই মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুজিবুল হক চুন্নু।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ