24 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাপ্তাহিক পুঁজিবাজার: লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা

সাপ্তাহিক পুঁজিবাজার: লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা

আজকের পুঁজিবাজার: সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিএনএ,ঢাকা: দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।এসময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কিছুটা বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এ সময় বাজারে লেনদেন বেড়েছে ১৫০০ কোটি টাকা।

শনিবার (৯ অক্টোবর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা। আগের সপ্তাহে তা ছিল ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৪৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫৮১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬ হাজার ৭০ কোটি টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৫ লাখ  ৪ হাজার ৭২৮ কোটি টাকা। সিএসইতে বাজার মূলধন কমেছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

সিএসইতে গত সপ্তাহে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।

বিএনএ নিউজ/শহীদুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ