16 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শাহ আমানতে ৮০ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামে শাহ আমানতে ৮০ স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ সেপ্টম্বর) সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান মাহমুদ বলেন, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। খবর পেয়ে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়।

৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ