27 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » ভোট দিয়ে যা বললেন সাদিক কায়েম

ভোট দিয়ে যা বললেন সাদিক কায়েম


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের  আবু সাদিক কায়েম বলেন, ‘দায়িত্বশীল আচরণ করব। এই নির্বাচনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি আশা করব সকালে যেমন সুন্দর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, ঠিক সেভাবে শেষ হবে।’

তিনি বলেন, ‘আমার প্যানেলের মূল কথা ছিল শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।’

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ