সুদানের সিন্নার শহরে আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় অন্তত ২০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) সুদানের একটি গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট দল এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, আরএসএফের এই হামলায় আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সিন্নার একটি বাজারে এবং আল-মুওয়াজাফিন পাড়ায় নির্বিচারে গোলাবর্ষণ করেছে আরএসএফ।
বেসরকারি সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, সিন্নার বাজারে আরএসএফের আর্টিলারি গোলাবর্ষণের কারণে ২১ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। চিকিৎসকদের সংগঠনটি এই হামলাকে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে একটি ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানের অভ্যন্তরে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে আরএসএফ।
বিএনএ/ ওজি/এইচমুন্নী