বিএনএ, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই বাঁধের পানি বৃদ্ধি পাওয়ার কারণে টানা ১৫ দিন পানি ছাড়ার পর কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টম্বর) সকালে বন্ধ করা হয় বলে জানান কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়, চলতি বছর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে গত ৩ সেপ্টেম্বর স্পীলওয়ের ১৬ টি জলকপাট দিয়ে সর্বোচ্চ ৬০ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। সেদিন কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ১০৮.৬৫ ফুট মীন সি লেভেল। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।
এ বিষয়ে কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদের পানির লেভেল কমতে থাকায় আমরা (সোমবার) সকাল ১০ টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬ টি জলকপাট বন্ধ করে দিই।
তিনি আরও বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকের পানি বিপদ সীমার উপরে চলে যাওয়ায় অর্থাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরের দিন (২৫ আগস্ট) সকালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। সেই জন্য ভাটি অঞ্চলে জরুরি সর্তকবার্তাও দেওয়া হয়েছিল।
এদিকে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।