প্রযুক্তি ডেস্ক: অ্যাপলপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ রাত আজ সোমবার (৯ সেপ্টেম্বর)। নতুন আইফোনসহ নতুন প্রযুক্তির অপেক্ষায় সারা বিশ্ব এখন।
সেপ্টেম্বর মাস আবারও এসেছে, আর অ্যাপলপ্রেমীরা আজ রাতে এক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার জন্য প্রস্তুত। প্রতি বছরের মতো এবারও অ্যাপল তাদের নতুন প্রযুক্তি ও পণ্য উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ রাত ১১টায় (বাংলাদেশ সময়), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। “It’s Glow Time” নামে এই অনুষ্ঠানে অ্যাপলের সর্বশেষ উদ্ভাবনগুলোর ঝলক দেখা যাবে।
কী আসতে পারে?
অ্যাপল তাদের নতুন পণ্য সম্পর্কে সাধারণত অনেক গোপনীয়তা রক্ষা করে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, এই অনুষ্ঠানে আমরা দেখতে পেতে পারি:
- আইফোন ১৬ সিরিজ: আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স – এই চারটি নতুন আইফোন মডেলের আগমনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
- অ্যাপল ওয়াচ ১০ সিরিজ: স্মার্টওয়াচের বিশ্বে অ্যাপলের নতুন অধ্যায় শুরু হতে পারে এই নতুন সিরিজের সাথে।
- এয়ারপডস ৪: অ্যাপলের জনপ্রিয় ওয়্যারলেস ইয়ারবডসের নতুন সংস্করণও আসতে পারে।
কেন সারা বিশ্বের নজর এই অনুষ্ঠানে?
অ্যাপলের প্রতিটি নতুন পণ্যই প্রযুক্তি জগতে একটা নতুন মাত্রা যোগ করে। তাই অ্যাপলের এই অনুষ্ঠান সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের জন্য এক উৎসবের মতো।
আপনি কি আজ রাতে অ্যাপলের এই অনুষ্ঠান দেখবেন? কোন পণ্যটির প্রতি আপনার আগ্রহ সবচেয়ে বেশি?
www.apple.com/apple-events/ ঠিকানার ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ মিলবে। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
#AppleEvent #iPhone16 #AppleWatch10 #TechNews
বিএনএ, এসজিএন/হাসনা