চট্টগ্রাম শহরের জিইসি মোড়স্থ একটি অভিজাত রেস্তোরাতে গত শুক্রবার(৬ই সেপ্টেম্বর) লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ।

উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ RC-HQ, লায়ন এ এফ এম জহির উদ্দিন RC, লায়ন জাকির হোসেন এমজেএফ RC, লায়ন চৌধুরী রাকিবুল কামাল এফসিএ ZC,

ক্লাব সেক্রেটারি লায়ন এড. মোহাম্মদ আলাউদ্দীন, ক্লাব ট্রেজারার লায়ন মহিউদ্দিন শিমুল,জয়েন্ট সেক্রেটারি লায়ন এস এম ইয়াসিন হীরা প্রমুখ।
আরও পড়ুন : লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির সাধারণ সভা ও চক্ষু অপারেশনে সহায়তা
বিএনএ,জিএন
Total Viewed and Shared : 18,992