সিলেট: সিলেট বিভাগে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১৮।
শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এরআগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।
বিএনএ,জিএন
Total Viewed and Shared : 1549