31 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » জি-২০ সম্মেলনেও ইন্ডিয়ার বদলে ভারত

জি-২০ সম্মেলনেও ইন্ডিয়ার বদলে ভারত

জি-২0 সম্মেলনেও ইন্ডিয়ার বদলে ভারত

বিএনএ, ঢাকা-ভারত বনাম ইন্ডিয়া নিয়ে ভারতে যে রাজনৈতিক উত্তেজনা চলছে এর মধ্যে কঠোর একটি বার্তা দেওয়া হয়েছে। শনিবার   জি ২০ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময়ে তার সামনে যে নেমপ্লেট রাখা হয়েছে তাতে লেখা ‘ভারত’।

বিদেশি অতিথিদের আমন্ত্রণে জি২০ বুকলেটে ব্যবহার করা হয়েছে ‘ভারত’ শব্দ। এর শিরোনাম- ‘ভারত, দ্য মাদার অব ডেমোক্রেসি’।

এতে বলা হয়েছে, ‘ভারত হলো দেশটির অফিসিয়াল নাম। সংবিধানে এবং ১৯৪৬-৪৮ সালের আলোচনায়ও এর উল্লেখ আছে’। কিন্তু এ ইস্যু নিয়ে বিরোধী দলে উত্তেজনা দেখা দিয়েছে।

ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে এ মাসের শেষের দিকে। সেখানে ইন্ডিয়াকে ভারত নাম দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নিয়ে চলছে জল্পনা। এর আগেই জি২০ সম্মেলনে ভারত নাম ব্যবহার করা হয়েছে।

এনডিটিভি জানায়, বিশ্বনেতাদের আমন্ত্রণে প্রেসিডেন্ট দ্রুপদী মুর্মু ইন্ডিয়ার পরিবর্তে যে ভারত শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ।

সম্প্রতি বিরোধী দলগুলো মিলে যে ‘ইন্ডিয়া’ ব্লক সৃষ্টি করেছে তার সদস্যরা অভিযোগ করেছেন, ভারতের ইতিহাসকে বিকৃত ও ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 1547 


শিরোনাম বিএনএ