28 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

চট্টগ্রামে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

চট্টগ্রামে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: পারিবারিক কলহের জেরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত জয়া মজুমদার পতেঙ্গার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।

আরও পড়ুন: পদোন্নতি পাচ্ছেন পুলিশের ২৯০ কর্মকর্তা

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, ৬ বছরের মেয়েটিকে পাশের বাসায় পাঠিয়ে দিয়ে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। সুরতহাল রিপোর্ট শেষ করার পর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Total Viewed and Shared : 1648 


শিরোনাম বিএনএ