বিএনএ, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো. বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) একই ওয়ার্ডের কাঠপট্টি এলাকার মৃত আহসানউল্লাহর ছেলে আবদুর রহমান বাবু (২৩)।
শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন: নোয়াখালীতে ঋণের চাপে যুবকের আত্মহত্যা
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ও দুই তরুণকে ৫শত টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিএনএনিউজ/ গিয়াস উদ্দিন রনি, বিএম/ হাসনাহেনা
Total Viewed and Shared : 1642