বিএনএ ডেস্ক: বিএনপি নানা কথা বলেও প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব কিছুই ভারত থেকে আদায় করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। এই সফরেই ভারতের স্থলভাগ ব্যবহার করে বাংলাদেশকে বিনাশুল্কে তৃতীয় দেশে পণ্য রপ্তানি সুযোগ করে দিয়েছে। যা সফরের অন্যতম বড় অর্জন। যার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ।
তথ্যমন্ত্রী বলেন, একটি মহল সবসময় দেশে নানা বিষয়ে বিভ্রন্তি ছড়ানোর চেষ্টা করে। যার সঙ্গে যুক্ত থাকে গণমাধ্যমের কেউ কেউ যা অত্যন্ত দুঃখজনক।
সরকার সব সময় সাংবাদিকদের সহযোগিতা দিয়ে আসছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনাকালে সরকার নানাভাবে সংবাদ কর্মীদের সহযোগিতা করেছে যা চলমান এবং ভবিষ্যতেও বজায় থাকবে।
অনুষ্ঠানে ৩৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।
বিএনএ/এ আর
Total Viewed and Shared : 120