বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহে ৩য় দিনের মতো সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধনে চলছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি। করোনার টিকা সংগ্রহে কেন্দ্রগুলোতে বেড়েছে উপচে পড়া ভিড়। সরেজমিন ঘুরে সোমবার (৯ আগস্ট) সকাল থেকেই জেলা সদর হাসপাতালে ভিড় দেখা গেছে।সবাই লাইনে দাঁড়িয়ে টিকা কেন্দ্রগুলো থেকে টিকা গ্রহণ করছেন নানা বয়সের মানুষ।
তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সবাই একে অপরের সাথে পাশাপাশি দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহের ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় এ ভাবে টিকাদান চলছে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্রে ৩টি বুথে টিকা প্রদান করা হবে।
টিকা নিতে আসা কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি আশা করি সময় মতো টিকা পেয়ে যাব। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন প্রশ্ন করলে তারা জানান,এত ভিড়ের ভিতরে স্বাস্থ্য বিধি মানা আসলেই কষ্টকর।
বিএনএনিউজ২৪/আতিকুর,আমিন