33 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - অক্টোবর ২, ২০২৩
Bnanews24.com
Home » এবার কয়লা সংকটে বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

এবার কয়লা সংকটে বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

এবার কয়লা সংকটে বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

বিএনএ, চট্টগ্রাম: এবার কয়লা সংকটের কারণে বন্ধ হলো চট্টগ্রামের বাঁশখালীর এস আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট। পরীক্ষামূলকভাবে উৎপাদনের আসার ৪ দিনের মাথায় বন্ধ হলো কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি।

বন্ধ হওয়ার আগ পর্যন্ত এটি ৩০০-৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টা ৪৫ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর পিডিবির অনুরোধে গত ৪ মে থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এসএস পাওয়ার প্ল্যান্ট।

এ বিষয়ে এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মূলত লোডশেডিংয়ের কারণে পিডিবির অনুরোধে আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিলাম। তবে এটা ধারাবাহিক থাকার কথা না। কারণ আমরা এখনও বাণিজ্যিক উৎপাদনে যাইনি। যেটুকু কয়লা মজুদ ছিল, তা দিয়েই উৎপাদন চালিয়েছি।

আবার উৎপাদন করা হবে কি না- এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কয়লার অর্ডার দিয়েছি। আশা করছি ২০ তারিখের ভেতর কয়লা চলে আসবে। তখন আবার উৎপাদনে যাওয়া হবে।

পিজিসিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসএস পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও ২ মাস সময় লাগবে।

বিদ্যুৎ সঞ্চালনের জন্য চট্টগ্রামের মদুনাঘাট থেকে মেঘনাঘাট সাবস্টেশন পর্যন্ত নির্মাণাধীন ২১৪ কিলোমিটার লাইনের ৭ কিলোমিটারের কাজ এখনও বাকি। সঞ্চালন লাইন পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত এসএস পাওয়ার বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন পাবে না।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 1114 


শিরোনাম বিএনএ