বিএনএ, ঢাকা: সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯-এ ফোন করে নিজেই দায় স্বীকার করেছেন মেয়ে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌরসভা এলাকা থেকে আব্দুস সাত্তারের (৫৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার দায়ে ওই তরুণীকেও আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
নিহত আব্দুস সাত্তার নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন।
ওসি জুয়েল জানায়, মেয়েটি দাবি করেছে—মা মারা যাওয়ার পর বাবার হাতে তিনি ধর্ষণের শিকার হন এবং সে অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার হয়ে আব্দুস সাত্তার কিছুদিন পর জামিনে মুক্তি পান।
বিএনএনিউজ/ এএন