বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ নাজিম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত নাজিম উপজেলার ধর্মপুর ইউনিয়নের কোব্বাত আলী মাস্টার বাড়ির প্রবাসী মুহাম্মদ কুতুবের ছেলে। সে চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে আজাদী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে রাহাত (১৩) নামে আরেকজন আহত হয়েছে। সে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে মেহেদী অনুষ্ঠানে যাওয়ার পথে আজাদী বাজার এলাকায় আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে নাজিম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাউজান উপজেলার জে কে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নগরীর পার্কভিউ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ/ নাবিদ