33 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালীতে মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালীতে মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর কঞ্জুরী গ্রামের আব্দুল জলিল মেম্বারের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি বলেন, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে মাটি কেটে বিক্রয় না করার জন্য বলা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী একটি সিন্ডিকেট সারোয়াতলীর উত্তর কঞ্জুরী, পোপাদিয়ার তালতল ও আহলা করলডেঙ্গা এলাকার ফসলি জমির মাটি কেটে বিক্রয় করে আসছে। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এছাড়া এসব মাটি উন্মুক্তভাবে ট্রাকে করে বিভিন্নস্থানে পরিবহনের ফলে এলাকার রাস্তা সমূহ নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করার পরও এই সিন্ডিকেট মাটি কাটা অব্যাহত রেখেছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ