30 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা পুতিনের

ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা পুতিনের


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ের সমতুল্য বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজের সময় পশ্চিমা-বিরোধী এক ভাষণে পুতিন রাশিয়াকে এমন এক যুদ্ধের শিকার হিসাবে তুলে ধরেন যে যুদ্ধ, তিনি বলেন “রাশিয়ার ওপর চাপিয়ে দেয়া হয়েছে”। যদিও ইউক্রেন আক্রমণের নির্দেশ পুতিনই দিয়েছেন।

ভ্লাদিমির পুতিন বিজয় দিবসের ভাষণে আরও বলেন যে বিশ্ব “ইতিহাসে মোড় ঘোরানোর এক সন্ধিক্ষণে” এসে দাঁড়িয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে “প্রকৃত যুদ্ধ” ঘোষণা করা হয়েছে।

তিনি দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত যেমন নাৎসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এখন সেভাবেই রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে।

পুতিন তার ভাষণে বলেন, রাশিয়া একটা “শান্তিপূর্ণ” ভবিষ্যত চায় এবং “ঘৃণা ও রাশিয়াভীতি”র বীজ বপনের জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্ব এমনকী পারিবারিক মূল্যবোধও ধ্বংস করে দিচ্ছে।

মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজ এবছর আগের তুলনায় কিছুটা ম্লান হলেও বেলারুস এবং মধ্য এশিয়ার কিছু দেশসহ সাবেক সোভিয়েত দেশগুলোর কিছু নেতা তাতে যোগ দেন। সূত্র : বিবিসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ