20 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় কুড়াল দিয়ে কুপিয়ে যুবক হত্যা

কুমিল্লায় কুড়াল দিয়ে কুপিয়ে যুবক হত্যা


বিএনএ, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধের জেরে মো. ইস্রাফিল (২৮) নামের এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মে)  জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

ইস্রাফিল একই এলাকার আবদুল হানিফের ছেলে। আটকরা হলেন- ওই গ্রামের মুকতুল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে নাছরিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে আবদুল হানিফের সঙ্গে একই বাড়ির মুকতুল হোসেনের ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার দুপুর দেড়টার দিকে মুকতুল হোসেন ওই জায়গায় খড়ের গাদা দিতে যান। এ সময় ইস্রাফিলসহ তার স্বজনরা বাধা দেন। বাগবিতণ্ডার একপর্যায়ে মুকতুল হোসেন, তার ছেলে সজিব, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাছরিনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা ইস্রাফিলকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ অবস্থান করছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ