17 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » মমতার ৪৩ মন্ত্রী শপথ নেবেন কাল

মমতার ৪৩ মন্ত্রী শপথ নেবেন কাল

মমতা

বিএনএ ডেস্ক : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার। গত বুধবারই তৃতীয়বারের জন্য রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা।এবার নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন ইতিমধ্যেই তা চূড়ান্ত হয়ে গিয়েছে। মোট ৪৩ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। এর মধ্যে ক্যাবিনেট (পুর্ণ মন্ত্রী) মন্ত্রী হিসাবে শপথ নেবেন ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নেবেন ১০জন, আর প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবেন ৯ জন। কোভিড স্বাস্থ্য বিধি মেনেই সোমবার সকালে রাজভবনের থ্রোন হলে শপথ নেবেন মমতার মন্ত্রিসভার সদস্যরা।

রীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য সর্বাধিক ৪৪ জন হতে পারে। সেই অর্থে মমতা ব্যানার্জিকে নিয়ে তৃতীয় মন্ত্রিসভায় পুরোনো ও নতুন মুখ মিলিয়ে থাকছেন মোট ৪৪ জন।
ক্যাবিনেট (পূর্ণ মন্ত্রী) মন্ত্রী:
সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, মানস ভুঁইয়া, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, শশী পাঁজা, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লা চৌধুরী, চন্দ্রকান্ত সিনহা, উজ্জ্বল বিশ্বাস, সৌমেন মহাপাত্র, বঙ্কিম চন্দ্র হাজরা, অরূপ রায়, পুলক রায়, মহ: গোলাম রাব্বানি, বিপ্লব মিত্র, স্বপন দেবনাথ, রথীন বিশ্বাস।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী:
ইন্দ্রনীল সেন, সুজিত বসু, বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রতœা দে নাগ, সন্ধ্যারানী টুডু, বুলু চিক বরাইক।

প্রতিমন্ত্রী:
দিলীপ মন্ডল, আখরুজ্জামান, শিউলি শাহা, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ চন্দ্র অধিকারী ও মনোজ তিওয়ারি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ