20 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ভিআইপিদের চলাচল নিয়ন্ত্রণে কঠোর হতে হবে: ওবায়দুল কাদের

ভিআইপিদের চলাচল নিয়ন্ত্রণে কঠোর হতে হবে: ওবায়দুল কাদের

ভিআইপিদের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বললেন মন্ত্রী

বিএনএ: সড়কে ভিআইপিদের নিয়ম না মেনে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ভিআইপিদের গাড়ি নিয়ম না মেনে উল্টোপথে চলাচল করে। এতে জনভোগান্তির সৃষ্টি হয়। অবস্থার পরিবর্তনে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরি করতে হবে।’

এ সময় মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের ক্ষমতা দেখালে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন মন্ত্রী। বৈঠকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাপথে ভোগান্তি দূর করতে না পারায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, সড়কপথে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি রয়ে গেছে। আরও সিক্স-ফোর লেনের রাস্তা করার পরিকল্পনা সরকারের আছে। তবে, শৃঙ্খলা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট মানুষকে ভোগান্তিতে ফেলছে। এ সড়কটি ঈদের আগে যানজটমুক্ত রাখতে এবং উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দেয়ার নির্দেশনা দেন সেতুমন্ত্রী।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ