28 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » বগুড়ায় সড়কে প্রাণ গেল দুইজনের

বগুড়ায় সড়কে প্রাণ গেল দুইজনের


বিএনএ, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন  পাঁচজন।শনিবার (০৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের তিনপুকুর এলাকায় দুর্ঘটনা ঘটে।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ী নিজগ্রাম এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল বাকি (৫০) ও একই উপজেলার কলাকুপা এলাকার আব্দুল মমিনের স্ত্রী সুমি আক্তার ওরফে পুতুল (২৫)।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিলো। পথে তিনপুকুর এলাকায় বিপরীতগামী (বাগবাড়ী থেকে মাদলাগামী) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটিকে চাপা দেয় এতে দুই শিশু ও এক নারীসহ সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ দুইজন মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ