23 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » পোর্ট এলিজাবেথ টেস্ট: দ্বিতীয় দিন শেষে ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্ট: দ্বিতীয় দিন শেষে ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্ট: দ্বিতীয় দিন শেষে ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ

বিএনএ, ঢাকা: পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষ। বাংলাদেশ পিছিয়ে আছে ৩১৪ রানে। এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৫৩ রানে আলআউট হয়।

বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী মাহমুদুল হাসান জয়। তবে শুরুতেই হোচট খায় টাইগাররা। দলীয় তিন রানের মাথায় প্রথম ওভারেই শূণ্য রানে আউট হন মাহমুদুল হাসান জয়। পরে তামিমের সঙ্গে জুটি বাধে নাজমুল হাসান শান্ত। ভালই জবাব দিচ্ছিলেন দুজন। দলীয় ৮২ রানের মাথায় ছন্দপতন। ২১ তম ওভারে ব্যক্তিগত ৪৭ রান করে আউট হন তামিম।

দলীয় ৮৫ রানের মাথায় আবারো আঘাত। ৩৩ রান করে ফিরে যান শান্ত। এরপর ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক মুমিনুল হক নিজেও। দলীয় শত রানের মাথায় আউট হন তিনি। ২৪ বলে করেন মাত্র ৬ রান। তবে সেখানেও থেমে নেই উইকেট পতন, দলীয় ১২২ রানের মাথায় ৫ম উইকেট পড়ে বাংলাদেশের। ১৪ বলে করেন ১১ রান সাজঘরে ফেরেন লিটন দাস।

দক্ষিণ আফ্রকার হয়ে মুলডার ৩টি এবং ওলিভার শিকার করেন ২টি উইকেট।

 

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস…

এর আগে প্রথম ইসিংসে ৪৫৩ রানে আলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের ১০ উইকেটের ছয়টিই নেন দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়া তাইজুল ইসলাম। সর্বোচ্চ ৫০ ওভার বল করে ১৩৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এছাড়া খালিদ আহমেদ ৩টি ও মেহেদি মিরাজ নিয়েছেন ১ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রান সংগ্রহে অবদান প্রায় সব ব্যাটারের। তাদের এগারো ব্যাটারের দশ জনই পেরিয়েছেন দুই অঙ্ক। সর্বোচ্চ ৮৪ করেছেন আট নম্বরে নামা কেশব মহারাজ। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন মহারাজ। ওয়ানডে মেজাজে ৯৫ বলে ৮৪ করেন তিনি।

এছাড়া অর্ধশতক পার করা ব্যাটারদের মধ্যে আছেন, ডিন এলগার ৮৯ বলে ৭০, পিটারসেন ১২৪ বলে ৬৪ আর বাভুমা ১৬২ বলে করেন ৬৭ রান।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ