30 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলে নিহত

চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলে নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় লরিচাপায় রিকশার আরোহী ছেলে ও বাবা নিহত হয়েছেন। আহত হয়েছে আরেক ছেলে। শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে শাহ প্লাজা নামের একটি বিপণিকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আবু সালেহ (৩৮) ও তাঁর ছেলে আবদুল মোমিন (৫)। আহত অপর ছেলের নাম মাহিত (৪)। তাঁরা বন্দরটিলার আকমল আলী রোডে থাকেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাটগড় থেকে আসার সময় একটি লরি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সায় থাকা বাবা, মা ও দুই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা ও এক ছেলের মৃত্যু হয়। অপর ছেলে আহত হয়। আবু সালেহের স্ত্রী ও রিকশাচালক জখম হননি।
আবু সালেহের স্ত্রী

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল বশর জানান, একটি লরি রিকসাকে চাপা দেয়। এতে রিকসারোহী বাবা ও এক ছেলে মারা যান। অপর এক ছেলে আহত হয়। লরি ও এর চালককে আটক করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ