19 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ইন্টারের কাছে হেরেও শেষ আটে লিভারপুল

ইন্টারের কাছে হেরেও শেষ আটে লিভারপুল

মিলান

বিএনএ স্পোর্টস ডেস্ক: দুর্ভাগ্যই বলতে হবে ইন্টার মিলানের। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে জিতেও শেষ আটে যাওয়া হলো না ইতালিয়ান চ্যাম্পিয়নদের। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। শেষ ষোলোর প্রথম লেগে ইন্টারের বিপক্ষে তাদেরই মাঠ সান সিরোতে ২-০ গোলে জিতেছিল অলরেডরা।

তবে ফিরতি লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছ ইয়ুর্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া ইন্টারকে শেষ আটে যেতে হলে জিততে হতে ৩-০ ব্যবধানে। তবে আশা জাগিয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি নেরাজ্জুরিদের।

অ্যানফিল্ডে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৬১তম মিনিটে অ্যালেক্সিস সানচেজের অ্যাসিস্টে ২০ গজ দূর থেকে স্বাগতিকদের জাল খুঁজে নেন লাউতারো মার্তিনেস।

এর দুই মিনিট পর ১০ জনের দল হয়ে পড়ে ইন্টার। মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক চিলিয়ান ফরোয়ার্ড।

যার ফলে বাকি সময়ে বেশিরভাগ নিজেদের রক্ষণই সামলাতে হয়েছে ইন্টারকে। জিতলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয় তাদের। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে টানা সাত জয়ের পর হারল লিভারপুল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ