লোহাগাড়া(চট্টগ্রাম) : ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহ্ফিলের প্রবর্তক হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ.) শাহ্ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত পবিত্র মেরাজুন্নবী (স.) মাহ্ফিল মসজিদে বায়তুল্লাহ চুনতী সীরত ময়দানে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) বাদে আছর হতে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক উস্তাজ আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল আরেফীন, শাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সভাপতি হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনওয়ারী, চুনতী শাহ মঞ্জিল মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।
মিলাদ ও কিয়াম করেন মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন। মাওলানা হাফেজ মুসা তুরাইন এর সঞ্চালনায় আলোচনা করেন মাওলানা মাহবুবুল বশর আল কাদেরী, হযরত মাওলানা হাফিজুল হক নিজামী, আবু নোমান মুহাম্মদ হাফিজুল্লাহ, আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী, হযরত মাওলানা মাহমুদুল হক প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, সোহেল তাজ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জালাল উদ্দিন মুনিরী, হাফেজ মাওলানা কবির আহমদ। নাতে রাসূল (স.) করেন আব্দুশ শুকুর, মাওলানা জহির উদ্দীন, মাওলানা আব্দুল হাফিজ ফারুকী, আব্দুল্লাহ আল আকরাম হাদী, মুহাম্মদ ইমাদ উদ্দীন সাদ, শাহেদুল আনোয়ার সাদ,মুহাম্মদ ফখরুদ্দীন রাজী। আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
বিএনএনিউজ২৪,এসজিএন