32 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - মে ১৩, ২০২৪
Bnanews24.com
Home » বিরোধী দল কারা হবে, জানালেন আইনমন্ত্রী

বিরোধী দল কারা হবে, জানালেন আইনমন্ত্রী

শিগগরই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মতামত: আইনমন্ত্রী

বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নির্ধারণ করছে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যদের অবস্থানের পর বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘স্বতন্ত্রদের অবস্থান ঠিক হবার পর জানা যাবে কারা বিরোধী দল হবে। স্বতন্ত্ররা যদি আওয়ামী লীগে আসতে চান তাহলে আসতে পারবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘এবারও শেখ হাসিনাই সংসদ নেতা। তিনি ঠিক করবেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। জনগণ যখন ভোট দেয় তখন নির্বাচন অংশগ্রহণমূলক হয়। জনগণ ভোটকে স্বাগত জানিয়েছে। অংশগ্রহণমূলক ভোটও হয়েছে।’

কাল যারা শপথ নিতে পারবেন না, নিয়ম অনুযায়ী তারা পরে নিতে পারবেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় আপনাদের আরও একটু অপেক্ষা করতে হবে। কাল শপথের পরে স্বতন্ত্রদের অবস্থান কি হবে তা জানা যাবে। সতন্ত্রদের অবস্থান ঘোষিত হবার পরে বা নির্ণয় করার পরেই আমার মনে হয় বিরোধী দল কারা থাকবেন সেটা আমরা বুঝতে পারব।’

তিনি আরও বলেন, ‘স্বতন্ত্ররা যখন এমপি নির্বাচিত হয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হননি। তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচতি হয়েছেন। তাদের মার্কাও ছিল আলাদা, নৌকা মার্কায় তারা নির্বাচিত হননি। নৌকা মার্কায় শুধু নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগণ। সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগের এটা মুখের কথা হতে পারে, কিন্তু আইনের কথা, বাস্তবতার কথা সেটা নয়। তার স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। তারা যদি মনে করেন তারা স্বতন্ত্র হিসেবেই থাকবেন, তাহলে দেখা যাবে যে কতজন স্বতন্ত্র হিসেবে থাকলেন, যদি দেখা যায় তারা একটা মোর্চা করবেন তখনই বিরোধী দল কারা হবেন সেটা পরিস্কার হবে।’

বিএনএ/এমএফ /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ