28 C
আবহাওয়া
৭:২০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট: বিশ্বে আরও ৭৫২ মৃত্যু, শনাক্ত তিন লাখ ছাড়াল

করোনা আপডেট: বিশ্বে আরও ৭৫২ মৃত্যু, শনাক্ত তিন লাখ ছাড়াল

করোনায় আরও দুইজনের মৃত্যু

বিএনএ,ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৫৫৮ জন। এছাড়া বিশ্বে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৩৭ জন।

সোমবার (৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারস অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ১৩ হাজার ৬৩৯ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৬ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ১৩৭ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৩১৯ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে জাপানের পর রয়েছে হংকং। দেশটিতে এ সময় মারা গেছে ৬৬ জন। এরপর মেক্সিকোতে ৫১, রাশিয়ায় ৪৫, তাইওয়ানে ৩৬, দক্ষিণ কোরিয়ায় ৩৪ ও চিলিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। যা পরে বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ