17 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৪

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৪

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আরও ১০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ।

শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০৪ জনের ফলাফল পজিটিভ আসে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

নতুন করে শনাক্ত হওয়া ১০৪ জনের মধ্যে ৮৮ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৬ জনের মধ্যে সাতকানিয়া ২, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ২, রাউজানে ২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ২ ও সীতাকুণ্ড উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৬৬৩ জন। বাকি ২৮ হাজার ৪২১ জন বিভিন্ন উপজেলার। এছাড়া এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত