বিএনএ, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আরও ১০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ।
শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।
তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০৪ জনের ফলাফল পজিটিভ আসে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
নতুন করে শনাক্ত হওয়া ১০৪ জনের মধ্যে ৮৮ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৬ জনের মধ্যে সাতকানিয়া ২, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ২, রাউজানে ২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ২ ও সীতাকুণ্ড উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৬৬৩ জন। বাকি ২৮ হাজার ৪২১ জন বিভিন্ন উপজেলার। এছাড়া এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।
বিএনএ/এমএফ