বিএনএ, রাজশাহী: রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছে একটি প্রশিক্ষণ বিমান।
শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাইলট সামান্য আহত হয়েছে। এ ঘটনার পর থেকে শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন গণমাধ্যমকে জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ প্লেন যার নম্বর-(S2-AFK) উত্তর দিক থেকে অবতরণের সময় রানওয়ের মাঝে প্লেনটির পিছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। এরপরেও আকাশে ওঠার চেষ্টা করলে সামনের চাকা গোড়া থেকে ভেঙে মুখ থুবড়ে পড়ে প্লেনটি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে ।
বিএনএ/ ওজি