31 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চার ইয়াবা কারবারি র‌্যাবের জালে

চার ইয়াবা কারবারি র‌্যাবের জালে

চার ইয়াবা কারবারি র‌্যাবের জালে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে  ১ কোটি ১৩ লাখ টাকার ২২ হাজার ৫৯০ ইয়াবা বড়িসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৮ জানুয়ারি ) রাত ৮টার দিকে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-  কক্সবাজারের চকরিয়া থানার বেতুয়া গ্রামের মৃত আবু তৈয়বের ছেলে মো. নুরুল মান্নান (৫৬), ইদমনি ঘোনার মৃত মোজাফ্ফর আহাম্মদের ছেলে মো. আব্দুল আজিজ (৪২) ও রুহুল কাদেরের ছেলে  মো. মিজানুর রহমান পারভেজ (৩০) এবং মহেশখালী থানার  উত্তর নলবিলা গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. সফিকুল ইসলাম (৩৬)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৫৯০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার দাম ১ কোটি ১৩ লাখ টাকা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ২ টি (ঢাকা মেট্রো-হ- ৩৫-৮৩২৪ এবং ঢাকা মেট্রো-হ- ৪৭-০৪৪৭) মোটরসাইকেল জব্দ করা হয়।

তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ব্রিটিশ প্রতিষ্ঠানের এমবিবিএস কোর্সে ভর্তির প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি পটিয়ায় ৪ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা টেকসই সংস্কার সাধনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালাছে ইসরায়েল নবনির্মিত যমুনা রেলসেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে আজ আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল অন্তর্বর্তী সরকার