17 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে পর্যটন কেন্দ্র মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৭)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে মীরসরাই উপজেলার  মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. ইউসুফের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মো. ফরহাদ (২৬) ও রবিন (২৫) নামের রিয়াজের দুই বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী ওই দিন সন্ধ্যায় মিরসরাই থানায় একটি ধর্ষণ মামলা করে।

মিরসরাই থানার পরিদর্শক(তদন্ত) দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার দুপুরে এক কিশোরী তার ছেলে বন্ধুর সঙ্গে মিরসরাই উপজেলার মহামায়া লেকে ঘুরতে আসে। বিকেলে তারা লেকের ধারের পাহাড়ি এলাকায় গেলে রিয়াজ, ফরহাদ ও রবিন তাদের পিছু নেয়। এ সময় তিন যুবক মুঠোফোনে কিশোরী ও তার ছেলে বন্ধুর ভিডিও ধারণ করেন। পরে তাঁরা ছেলে বন্ধুকে আটকে কিশোরীকে তিনজন ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরী ও তার বন্ধু পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টারে এসে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ইজারাদার পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ জানিয়েছে, তাঁর বন্ধু ফরহাদের বাড়ি মহামায়া লেক এলাকায়। আর রবিনের বাড়ি নোয়াখালী জেলায়। রবিন ও রিয়াজ জাহাজে চাকরি করেন। রবিন তাঁর বাড়িতে বেড়াতে এলে স্থানীয় বন্ধু ফরহাদকে নিয়ে মহামায়া লেকে বেড়াতে যায় তারা। সেখানে রিয়াজসহ তাঁরা তিনজন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার রিয়াজকে আজ বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকেও শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ