30 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তার ভারতীয় ক্রিকেটারের

মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তার ভারতীয় ক্রিকেটারের

মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তার ভারতীয় ক্রিকেটারের

বিএনএ ক্রীড়া ডেস্ক: মাঠে একেবারেই ভালো করতে পারেননি দীপক চাহার। চার ওভার বল করে ৪৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তার দল চেন্নাই সুপার কিংসও  ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে।

তবুও চাহারের জন্য দিনটি হয়ে স্মরণীয় থাকবে। কারণ বিয়ের প্রস্তাব দিয়ে যে হ্যাঁ শুনেছেন তিনি।

এদিন গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন চাহার। বান্ধবীও তাতে রাজি হয়ে যান। চাহারের প্রস্তাব দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, চেন্নাইয়ের জার্সিতেই সোজা গ্যালারিতে উঠে যান চাহার। সেখানেই ছিলেন তার বান্ধবী। চাহার বিয়ের প্রস্তাব দেন। জবাব পেতে তাকে একটুও অপেক্ষা করতে হয়নি। বান্ধবী সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দেন। এরপর আঙটি বদল হয়। হাততালি দিয়ে দুইজনকে অভিনন্দন জানান গ্যালারিতে থাকা দর্শকরা। তবে চাহারের বান্ধবী সম্পর্কে জানা যায়নি। আগে তাকে সেভাবে দেখাও যায়নি।

দুবাইয়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় আগেই প্লে-অফ নিশ্চিত করা চেন্নাই সুপার কিংস। ম্যাচটি ৬ উইকেটে হেরে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ