28 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে গঠিত হচ্ছে টাস্কফোর্স : বাণিজ্য উপদেষ্টা

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে গঠিত হচ্ছে টাস্কফোর্স : বাণিজ্য উপদেষ্টা

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে গঠিত হচ্ছে টাস্কফোর্স : বাণিজ্য উপদেষ্টা

বিএনএ, ঢাকা: বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া।

রোববার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারের একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে। অনেক লুটপাটকারী ধরা হয়েছে। পণ্যমূল্য হুট করে কমানো সম্ভব না, তবে কমানোর চেষ্টা করা হচ্ছে। পণ্যের দাম যাতে কমে আসে, এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

অর্থ খাতে ১ মাসে অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে পণ্যের দাম আরও কমে আসবে। ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/ রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ