28 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ দিল পাকিস্তান

নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ দিল পাকিস্তান

নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ দিল পাকিস্তান

বিএনএ, বিশ্ব ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমনা বালুচকে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করবেন। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড-২২ কর্মকর্তা আমনা বালুচ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে দেশটির ফরেন সার্ভিসে যোগ দেওয়া আমনা বালুচ চীনের চেংদুতে কনস্যুল জেনারেল, শ্রীলংকার কলম্বোতে মিনিস্টার কাউন্সেলর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিবেশে পররাষ্ট্রসচিবের দায়িত্ব গুরুত্বপূর্ণ।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, ভারতের সঙ্গে বৈরিতা, কাশ্মির ইস্যুসহ বিভিন্ন কারণে জটিল পরিস্থিতির চাপ রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ