32 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৩
Bnanews24.com
Home » নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ, নেত্রকোণা : সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত বছর ধরে পলাতক আসামি বাবুল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। শুক্রবার (সেপ্টেম্বর) সকালের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবুল মিয়ার বাড়ি এলাকার ছোট বরদি গ্রামে।

পুলিশ জানায়, আদালত ২০১৬ সালে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে আসামি বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। তখন থেকেই আসামি বাবুল মিয়া পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ ইতোমধ্যে জেলার সব থানার অফিসার ইনচার্জদের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল,ওজি/ হাসনাহেনা

Total Viewed and Shared : 1648 


শিরোনাম বিএনএ