27 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » মালিতে জঙ্গি হামলায় ১৫ সেনাসহ নিহত ৬৫

মালিতে জঙ্গি হামলায় ১৫ সেনাসহ নিহত ৬৫


বিএনএ, বিশ্বডেস্ক:  মালির উত্তর-পূর্বাঞ্চলে দুটি আলাদা জঙ্গি হামলায় অন্তত ১৫ জন সেনাসহ ৬৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এ হামলার ঘটনায় চূড়ান্ত নিহতের সংখ্যা জানানো হয়নি। হামলায় বহুজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের ঘটনায় দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

মালির সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ৭ সেপ্টেম্বর সশস্ত্র সন্ত্রাসী দল রারহৌসে আবাকইরা ও জরঘইয়ের মধ্যে কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে।

নৌকার পরিবহন অপারেটর কোমানাভ পৃথক এল বিবৃতিতে জানিয়েছে, নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে। নৌকাটি যখন হামলার পর পানিতে আটকে যায় তখন দেশটির সেনাবাহিনী তা উদ্ধার করতে আসে।

মালির অন্তর্বর্তী সরকার জানিয়েছে, টিমবাকটুর কাছে নাইজার নদীর উপরে নৌকায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। তারা তিনটি রকেট ছোড়ে। গত আগস্ট থেকে সন্ত্রাসীরা টিমবাকটুকে অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে সেনাকে আসতে দিচ্ছে না। খাবারদাবারও পাঠাতে দিচ্ছে না।

প্রসঙ্গত, সরকারের অনুরোধে মালি থেকে জাতিসংঘ ১৭ হাজার সান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। তখনই এই আক্রমণ হলো। এই বছরের শেষে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার শেষ করবে জাতি সংঘ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ