29 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » মিরসরাই সা‌র্কেল অ‌ফিস প‌রিদর্শন কর‌লেন এডিশনাল ডিআইজি প্রবীর কুমার

মিরসরাই সা‌র্কেল অ‌ফিস প‌রিদর্শন কর‌লেন এডিশনাল ডিআইজি প্রবীর কুমার


বিএনএ, মিরসরাই : মিরসরাই সা‌র্কেল অ‌ফিস প‌রিদর্শন ক‌রে‌ছেন চট্টগ্রা‌ম রেঞ্জ এডিশনাল ডিআইজি (এডমিন এন্ড ফিনান্স) প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

বৃহস্প‌তিবার ( ৭ সেপ্টম্বর) দুপুর ১২ টায় তি‌নি মিরসরাইয়ের সা‌র্কেল অ‌ফি‌সে উপ‌স্থিত হন। এসময় মিরসরাই সা‌র্কেল অ‌ফিসার এএস‌পি ম‌নিরুল ইসলাম তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান।

শু‌ভেচ্ছা বি‌নিময় শে‌ষে চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মিরসরাই সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা অ‌ফিসার ইনচার্জ জাহিদ হোসেন, মিরসরাই থানা অ‌ফিসার ইনচার্জ কবির হোসন এবং সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিঃ) হুমায়ুন কবির সহ অফিসার ও ফোর্সবৃন্দ।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিএনএ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

 

Total Viewed and Shared : 146 


শিরোনাম বিএনএ