25 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ২ জনের মৃত্যু

বিএনএ, মিরসরাইয় : চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে কার্ভাড ভ্যানের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ওয়াহেদপুরে  বড়কমলদহ ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে পেছনের পেছনে ধাক্কা দেওয়া কার্ভাড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ভেতরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ