19 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ফাইনালের আগে বড় দুঃসংবাদ ব্রাজিলের

ফাইনালের আগে বড় দুঃসংবাদ ব্রাজিলের

ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালের আগে বড়সড় এক ধাক্কা খেল ব্রাজিল। এমন একজন ফরোয়ার্ডকে ফাইনালে না পাওয়া চিন্তায় ফেলে দিবে কোচ তিতেকেও। চলতি আসরে কোয়ার্টার ফাইনালের ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। লাল কার্ডের জেরে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা (কনমেবল)।

এই লাল কার্ডটা জেসুস দেখছেন বড্ড অসময়ে। চিলির খেলোয়াড় ইউজেনিও মেনা কে উড়ন্ত লাথি দেয়ায় লাল কার্ড দেখেন জেসুস। এই ফরোয়ার্ড এটাকে অনিচ্ছাকৃত বললেও, লাল কার্ড দেখায় সেমিফাইনালে মাঠে নামতে পারেননি, তার জায়গায় খেলেছিলেন উইঙ্গার এভারটন।

ব্রাজিলের আশা ছিল, অন্তত ফাইনালের আগে আপিল করে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমিয়ে মাঠে নামাতে পারবেন জেসুসকে। কিন্তু সেই আশায় পানি ঢালল কনমেবল। সংস্থাটি জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করতে পারবে না ব্রাজিল।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সিদ্ধান্তে চটেছেন জেসুস। ইনস্টাগ্রামে জেসুস লিখেছেন, দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং কোনো আপিলের সুযোগ নেই? অভিনন্দন কনমেবল, আমার মনে হয় তোমরা দেখনি মাঠে কি ঘটেছিল। নির্ধিদ্বায় জেসুসকে ছাড়া মাঠে নামতে ফাইনালের আগে তিতেকে নতুন করে ছক কষতে হবে। এটি তাদের জন্য বড় দুঃসংবাদও বটে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ