29 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুরের আদালত আগামী ২৭ জুন নতুন এদিন ধার্য করেন।

এদিন খালেদা জিয়ার বিরুদ্ধে ‌ভুয়া জন্মদিন পালন এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময় বাড়ানোর আবেদন করলে আদালত ২৭ জুন ধার্য করেন।

উল্লেখ্য, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

এ ছাড়া যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করা এবং নির্বাচিত হয়ে তাদের মন্ত্রীসহ নানা দায়িত্ব দেওয়ায় মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 1173 


শিরোনাম বিএনএ