28 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২, ২০২৩
Bnanews24.com
Home » রাবির ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

রাবির ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

রাবির ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আবিদ হাসানকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান অভিকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।

২২ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জুলিয়া আক্তার মিশু, ইয়ামিন হোসাইন আরিফ, তীর্ণ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল, কোষাধ্যক্ষ মো. মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নকিবুল ইসলাম, মো. ইউসুফ শরিফ, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান। প্রকাশনা সম্পাদক অরিন্দম গোলদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক জেবুন জাহান নাশিতা; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কাওসার আহাম্মেদ এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম।

এছাড়াও কার্যনিবাহী সদস্য হলেন- মেহেদি হাসান, জুলকারনাইন, তানজিম ও বিজয় কৃষ্ণ দাস।

উল্লেখ্য, বর্তমান কমিটি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে বিবেচিত হবে।

বিএনএনিউজ/সৈয়দ সাকিব,বিএম

Total Viewed and Shared : 1226 


শিরোনাম বিএনএ