17 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সরকারিভাবে চামড়া কেনার প্রস্তাব শিল্পমন্ত্রীর

সরকারিভাবে চামড়া কেনার প্রস্তাব শিল্পমন্ত্রীর

নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরি করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ: শিল্পমন্ত্রী

বিএনএ, ঢাকা: কোরবানির ঈদে সরকারিভাবে চামড়া কেনার প্রস্তাব দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বুধবার (৮ জুন) বিকেলে রাজধানীতে এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাঁচা চামড়ার সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিতে হবে। কোরবানির ঈদে চামড়ার বড় কারবার হয় বলে ওই সময় সরবরাহ বেশি হয়। ফলে অনেক সময় ন্যায্য দাম পাওয়া যায় না। এজন্য প্রয়োজনে সরকারিভাবে চামড়া কেনার উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি বলেন, দেশে চামড়ার বাজার তৈরি হয়েই আছে। বাইরে থেকে গবাদি পশু কিনতে হচ্ছে না। এ সুযোগ কাজে লাগিয়ে সহজেই খাতটিতে লাভজনক করার সুযোগ আছে। একইসঙ্গে এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

কাঁচা চামড়ার সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিতে হবে। স্থানীয়ভাবে চামড়া কিনে লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ করলে প্রান্তিক পর্যায়েও ভালো দাম পাওয়া যাবে বলে আশা করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ