বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের। কিন্তু পাকিস্তান যদি তা করে, তবে ভারত কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত।
বুধবার (৭ মে) বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এ কথা জানিয়েছেন তিনি।
অজিত দোভাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে টেলিফোন কথা বলেছেন তিনি। এছাড়া তিনি রাশিয়া ও ফ্রান্সের সঙ্গেও যোগাযোগ করেছেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হন।
এদিকে, পাকিস্তান দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে তারা। তাছাড়া, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের কাশ্মীরে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনীকে ভারতের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি