27 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেকের আগুন নিয়ন্ত্রণে

ঢামেকের আগুন নিয়ন্ত্রণে

ঢামেকের আগুন নিয়ন্ত্রণে

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছরের শুরু থেকে সোমবার (৮ মে) পর্যন্ত ছয়বার আগুন লাগার ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বারবার অগ্নিনির্বারণে নিশ্চিত করার জন্য বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ আমলে না নেওয়ায় একের পর এক অগ্নি দুর্ঘটনা ঘটছে।

সোমবার পুরোনো ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৮ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ৪টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে দেখে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ কর্মচারীদের অসাবধানতার কারণে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

ঢামেক হসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ব্যাপারে জানান, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ছয়বার আগুন লাগার ঘটনা ঘটে।

বিএনএনিউজ/আজিজুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ