29 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টাকার অভাব দারিদ্রতা দূর, দুশ্চিন্তা ও ঋণ মুক্তির দোয়া, আমল

টাকার অভাব দারিদ্রতা দূর, দুশ্চিন্তা ও ঋণ মুক্তির দোয়া, আমল

টাকার অভাব দারিদ্রতা দূর, দুশ্চিন্তা ও ঋণ মুক্তির দোয়া, আমল

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে পৃথিবীর কোন কিছুই ক্ষতি করতে পারে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম।

টাকার অভাব দূর, দারিদ্রতা ও গরীবী অবস্থা দূর, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি এবং ধনী হবার হওয়ার আমল ও তদবির নিয়ে আজকের আলোচনার বিষয় বস্তু।

রাসুলুল্লাহ(সা.) বলেন,

কোন ব্যক্তি যদি অভাবী হয়,অতপর তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি তা আল্লাহর কাছে পেশ করে, অনতিবিলম্বে আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেবেন। (আবু দাউদ)।

ইউটিউব ইন্টারনেটে মানুষ দারিদ্রতা দূর, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি, টাকার অভাব দূর করার জন্য কত সহজ পথ ও দোয়ার আমল খোঁজেন। পাঠকদের চাহিদার প্রেক্ষিতে আজকের আলোচনা।

রাসুল(সা.)হতে বর্ণিত হয়েছে,  আল্লাহতায়ালা বলেন,

“হে আদম সন্তান , আমার  ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি কর ও ইবাদতে মন দাও। তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুচিয়ে দেব। যদি তা না কর, তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না।”( তিরমিযী, ইবনে মাজাহ)।

 

আপনার কাছে টাকার অভাব , আপনি ও আপনার পরিবার খুব দরিদ্র ও গরীবী অবস্থা, দুশ্চিন্তার শেষ নেই ও  ঋণ এর ভারে আপনি কাহিল। প্রতিসপ্তাহে ও মাসে মাসে কিস্তি দিচ্ছেন, দিতে দিতে করুণ অবস্থা। সুদ দিতে দিতে আপনি নতুন নতুন ধারকর্জে জড়িত হয়ে পড়ছেন।এসব থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য ছাড়া মুক্তি অসম্ভব।

অভাব দূর করার কুরআনী আমল

এ জন্য পবিত্র কোরআনের আয়াত হল—

…আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না।(সূরা ইউসুফ:৮৭)

…. জেনে রাখো, আল্লাহর সাহায্য নিকটে।(সূরা বাক্বারা: ২১৪)

….নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।(সূরা ইনশিরাহ:৬)

……হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদৈর সঙ্গে আছেন।(সূরা বাক্বারা: ১৫৩)

……..যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেব….(সূরা-ইব্রাহিম-৭)

টাকার অভাব দূর, দারিদ্রতা ও গরীবী অবস্থা দূর, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি এবং ধনী হবার হওয়ার আমল ও তদবির বিষয়ে পবিত্র কোরআন ও হাদীসে যত দোয়া,আমল উপায় নিয়ে পরামর্শ ও আদেশ দেয়া হয়েছে তারমধ্যে বেশি ফজিলতপূর্ণ, অব্যর্থ ও সহজ কিছু যিকির বা আমলের কথা ঘুরে ফিরে এসেছে সবখানে।

যা নিচে তুলে ধরা হল:

 রাসূল(সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘আমার যিকির যাকে এরুপভাবে নিমগ্ন রাখে যে, সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, তাকে আমি এমন বস্তু দান করব, যা প্রার্থনাকারীদের চেয়েও উত্তম।’

টাকার অভাব দূর করার উপায়

টাকার অভাব দূর করার উপায় হল বেশি বেশি আল্লাহর নিকট জিকির করা।

দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া

ঋণ থেকে মুক্তির উপায় হল

ঋণ থেকে মুক্তির উপায় হল আল্লাহ ও শেষ নবী প্রদত্ত শিখিয়ে দেয়া দোয়া বেশি বেশি পড়া।

অভাব দূর করার কুরআনী আমল

০১. সর্বপ্রথমে সবকিছুর জন্য আল্লাহর ওপর ভরসা করতে হবে।

‘যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে,তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালবাসেন।’-সূরা আলে ইমরান-১৫৯।

‘আর যে আল্লাহকে ভয় করে,আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ঠ’।(সূরা তালাক-২-৩)

০২. আমি বা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলমান হিসেবে পাঁচওয়াক্ত নামাজ আদায় করতে হবে।নামাজেই রয়েছে রিজিক খোলার দরজা।

০৩. রাসুল(সা.) এর উপর দরুদ পাঠ করা,সালাম পেশ করা

০৪. বেশি বেশি ইস্তেগফার করতে হবে।

০৫. ইয়া যাল জালালি ওয়াল ইকরাম(হে পূর্ণতার অধিকারী, বড়ত্বের অধিকারী, হে দাতা, হে দানশীল)বেশি বেশি পড়া।

০৬. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।দৈনিক ১০০বার পড়ুন।

০৭. লা-ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন।

০৮.সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইলল্লাহু আল্লাহু আকবার।

০৯.হাসবিয়াল্লা-হু লা-ইলাহা ইল্লা-হুয়া, আ’লাইহি তাওয়াক্কালতু, ওয়া হুওয়া রব্বুল  আরশিল আ’যীম।–সূরা তাওবা-১২৯

অর্থ: আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোন সত্য মা’বুদ নাই, আমি তাঁর উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের রব।

০৯ নং সকাল-বিকেল ৭ বার করে পড়ুন। আপনার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহ-ই যথেষ্ঠ হবেন। (আবু দাউদ-৫০৮১)

১০. বেশি বেশি পড়ুন- সূরা ইখলাস এবং আল্লাহু সামাদ(আল্লাহ অভাব মুক্ত)।

অভাব দূর করার কুরআনী আমল, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের, ঋণ থেকে মুক্তির উপায়গুলোসম্পর্কে উপরোক্ত আলোচনা খুবই মূল্যবান এবং বাছাইকৃত।

সবশেষে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত করুন-

দুশ্চিন্তা ঋণ থেকে মুক্তি লাভের দোয়া

বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ’উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ’ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ’ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ’ঊযু বিকা মিন দ্বালা’য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি নিয়মিত মোনাজাতে রাখুন।

বিএনএনিউজ২৪, বাববর, জিএন

Loading


শিরোনাম বিএনএ