27 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » স্বর্ণের খোঁজে নর্দমায় নেমে ২ জনের মৃত্যু

স্বর্ণের খোঁজে নর্দমায় নেমে ২ জনের মৃত্যু

মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের গুজরাটে স্বর্ণের গুঁড়ো ও হীরের টুকরোর সন্ধানে মুখ ঢাকা নর্দমায় নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। বৃহস্পতিবার হীরক ব্যবসায়ীদের শহর হিসেবে খ্যাত সুরাট শহরে এ ঘটনা ঘটে।

নর্দমা থেকে ওই দুই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সুরাট দমকল বিভাগের চিফ ফায়ার অফিসার দীপক মাখিজানি বলেন, “এই ঘটনার বিষয়ে আমাদের স্থানীয়রা খবর দেন। তারপরই বৃহস্পতিবার ভোর ৩.৪৫ নাগাদ আমরা ঘটনাস্থলে যাই। নর্দমার প্রায় ১০ থেকে ১৫ ফুট ভিতরে দুই ব্যক্তির অচেতন দেহ পাওয়া যায়।”

তিনি আরও জানান, “তাঁদের শরীরে কোনও ধরনের প্রোটেকটিভ স্যুট ছিল না। ফলে শ্বাস নেওয়ার সময় তাঁদের ফুসফুসে বিষাক্ত মিথেন ও কার্বন মনোঅক্সাইড গ্যাস চলে যায়।” তিনি আরও জানান, এখনও পর্যন্ত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের দাবি, তাঁরা সোনার গুঁড়ো ও হীরের টুকরোর খোঁজে মুখবন্ধ নর্দমায় নেমেছিল। বিশ্লেষকদের একাংশের মতে, অভাব ও খিদের জ্বালা মেটাতে এই কাজ অনেকেই করে থাকে। সুরাটে বহু অলঙ্কারের দোকান আছে। সেখান থেকে সোনার গুঁড়ো জলের সঙ্গে নর্দমায় ভেসে যায় বলে ধারণা। সেই লোভেই অনেকে প্রাণ হাতে নিয়ে এমন কাজ করে অনেকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ